সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

মুক্তির সুর বাজাবো সংঘাতে

সত্যের টুটি ধরেছে চেপে মিথ্যা আজ-
করো কী কাজ...! 
কাঁদে মজলুম মুক্তির লাগি। 
যারা জুলুমের দায়ে দায়ভাগী 
আজকে তাদের ঘৃণার কামানে দাগী। 

কানে দিয়ে হাত চাপা 
কতো কাল রবি ওরে- না শোনার ভান ধরে 
বৃথা অনুনয়ে হবে ব্যর্থ সময় মাপা। 

কুয়াশা কাটবে আজকে অথবা কাল 
কুৎসার জঞ্জাল 
ছিড়বো একদা নবীন প্রাতে। 
দিতে হয় প্রাণ দেবো শত্রুর হাতে 
মুক্তির সুর বাজাবো সংঘাতে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন