মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭

বালক বালিকা

আসমানী শাড়ি নিখুঁত পড়ে আছে আলনায়
পড়ে আছে রেশমি চুড়ি, সাদা কাঁচুলী, শিউলির মালা, বেলিফুল
অবহেলায় কাচ-পোকা টিপ, হীড়েকুচি নোলক, ঝিনুক কানের দুল।
       বালিকা সাজঘরে আয়নায়
                প্রতীক্ষা গুনে কী এক অস্থিরতায়
বালক এলেই সাজবে মোহিনী সাজ; রুপার নূপুর দেবে পায়-
বালকের আগমন যেন তার একমাত্র উৎসব।
এসেছিল বালক, কড়াও নেড়েছিল খুব
‘কেন এতো দেরি হলো’- বড়ো বেশি অভিমানে বালিকা খোলেনি দ্বার
বালকের হাতে ছিল কৃষ্ণচূড়া, আলতা আর সুগন্ধি আতরসম্ভার
         বালিকার কপালে কপাল-
ছুঁয়ে সৃখবৃষ্টিতে ভেজার কথা আজ, আস্ত বিকাল।
     তবু দ্বার খোলেনি বালিকা
শোনেনি বালকের হৃদয়জ আহাজারি। অর্ঘ হাতে ভীষণ একা
দরজায় ক্রমাগত ঠকঠক
চিরপরিচিত করিডোরে অনঢ় দাড়িয়ে রয় নাছোড়বান্দা বালক-
          যেন তার একমাত্র পূজনীয়া দেবীটি বালিকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন