বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

বসবাস

আমার ভেতর বসত করে একটা পশু, একটা মানুষ
পশুটা শুধু তাড়িয়ে বেড়ায় পাপের পথে লিপ্ত হতে
মানুষ আমায় থামায়, বেহুঁশ হয়ে ফিরি যখন, ফিরিয়ে দেয় হুঁশ।

রঙিন জামার রঙিন লোভে অর্থ জমাই, দোকানে যাই
পোশাক হাতে ভাবতে থাকি শ্বেত কাফনের কথা
শূন্য হাতে ফিরি। মানুষ আমায় ফেরায়, পশুটার নেই হুঁশ।

বিলাসবহুল অট্টালিকা গড়বো বলে ফন্দি আঁটি, নকশা আঁকি
ব্যাকুল হয়ে মিস্ত্রি ডাকি, তখন ভীষণ অন্ধকারে কবর-ঘরে
জীর্ণশীর্ণ চিন্তা চাপে, মনে আমার পশু এবং মানুষ।

পুষ্টিপূর্ণ খাবার খেয়ে ব্যস্ত যখন গড়তে শরীর, ঠিক তখনই
মৃত্যু এসে চোখে ভাসে। মাটির স্পর্শে পঁচে যাবে পোকায় খাবে
যেই দেহটা গড়ছি আমি খুব যতনে। মানুষ বুঝে, পশুটা বেহুঁশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন