বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

জ্বালাই মশাল মানবমনে

কত কথাই তো ভাসে বাতাসে। কাজে আসার যোগ্যটুকু
গ্রহণ করে অবশিষ্ট কথা না শোনাই বিজ্ঞ লোকের ধর্ম
কানকে কখনো চালুনের মতো করো না। ময়দাকে ফেলে
চালুন ভুষি উচ্ছিষ্টকে ধরে রাখে। আনন্দময় জীবন যদি চাও

অল্পে তুষ্ট হও। বাদ দাও অপ্রয়োজনে মানুষের সংশ্রব।
আড়াল করে রাখতে শেখো নিজেকে। মানবসঙ্গ পরিহার,
রিপুর চাহিদা দমন, পার্থিব সম্পদের মোহমুক্তিই
হৃদয়-মন পবিত্র রাখার ব্যবস্থা করে। ফেরাও দৃষ্টিকে

সমস্ত নিষিদ্ধ দৃশ্য থেকে। বিবেক অনুমোদন করে না
এমন কথা মুখে করো না উচ্চারণ। মনের মধ্যে দিও না
বিদ্বেষের স্থান। অন্তরকে রাখো অশালীন চিন্তা থেকে মুক্ত
তোমার চাইতে সুখী কেউ হবে না। সুনামের মোহ

অহংকারের প্রথম ধাপ, মানুষকে যা ধ্বংসের মুখে ঠেলে।
সূচের অগ্রভাগ দিয়ে খুচিঁয়ে পাহাড় ধসিয়ে দেওয়ার চেয়ে
আত্মজ-অহংকার অপসারণ দুঃসাধ্য। অভিযোগ থেকে
জিহ্বাকে বিরত রাখো, পাবে শত্রুবিহীন জিন্দেগী। চলো ভাই

জ্বালাই মশাল মানবমনে। আজ এক হৃদয়ে জ্বাললে আলো
কাল তা ছড়াবে হৃদয় থেকে হৃদয়ে। খুঁজো না অপরের খুঁত,
নিজের চোখে গাঁথা আলপিনটিকে উৎপাটন করো আগে
তবেই অন্যের চোখের কাচপোকাটা বের করতে পারবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন