বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

দান প্রত্যাহরণ

এই যে শুনুন। এক ভিখারি হাত বাড়াতেই
দিলাম পাঁচটি টাকা। সবুর তো নেই
তার মুখে...!  সে চাইলো যেন আরও দেইÑ
দশ কিংবা পনেরো। অমনি কেড়ে নিয়ে
পাচঁ টাকার নোট রেখে দিলাম নিজ-পকেটেই।
এবং গলাধাক্কাÑ ‘যা ব্যাটা, যা... মন ভরে না
সহজে কেনো তোর...!’Ñ আমার বিশ্বাস রেগে গিয়ে
আপনিও তাই করতেন। অকৃতজ্ঞকে কেউ দান করে না।

আসল কথায় আসি। বিধাতা যখন
আমাদের দেয় কিছু, যেমন সুখ-শান্তি-প্রতিপত্তি
অতৃপ্ত অন্তরে আরও চাই, আরও খুঁজি। হয়তো তখন
ঘটে বিপত্তি। শুনেছি সমস্ত প্রাণিকূল
পশু-পাখি-মাছ-গাছ শুকরিয়ায় মশগুল
সামান্য পেয়েই; তাই আরও পায়। মানুষেরই শুধু
অভাব অভাব স্বভাব। শুকরিয়া নেই বলে
বিধাতা নারাজ হয়ে অর্পিত দান পূনরায় নেন তুলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন