রবিবার, ২৩ জুন, ২০১৯

সতর্ক সংকেত

কাঠ ব্যবসায়ী ট্রাকে লাকড়ি বোঝাই করছিল।
¦লন্ত কয়লাসহ একটা ডাল অবচেতনে
গাড়িতে তোলায় সমস্ত শুকনো খড়ি পুড়ে অঙ্গার।
অসৎ উপার্জনের একটি টাকাই মাথার ঘাম
পায়ে ফেলে জমানো অর্থ সম্ভারকে
মুহূর্তে করে বিনষ্ট, এক ফোটা চ্যানায় যেমন অসাড়
গামলা-গামলা দুধ।

সংবাদপত্রের পাতায় পড়লাম, ভারতবর্ষের
এক অঞ্চলে ঘুষখোরদের উপদ্রব মারাত্মক।
বখশিশ না পেলে ফাইলপত্র
পোকার খাদ্য হয়Ñ তবু টেবিল থেকে টেবিলে সরে না।
টাকার বস্তা নয়, বিক্ষুদ্ধ লোকেরা স্যুটকেসে ভরে নিলো
দুটো রাজগোখরা। ছেড়ে দিলো কর্মকর্তাদের ডেস্কে, এবং
বাহির থেকে অফিসের দরজায় তালা।
স্বর্প ভয়ে ঘরবন্দি অফিসারদের
আপ্রাণ আকুপাকু, দেখার মতন ছিলো ব্যাপারটা।

সাবধান। দিয়ে যাই সতর্ক সংকেত।
অসৎ সম্পদ কবরে তোমায়
সাপ সেজে কাটবে ছোবল। পালাবার নেই

দরজা জানালা মাটির সে ঘরের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন