রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭

ত্রিদীপ

এক.
বুকের ভেতর প্রজ্জ্বলিত বারুদের ক্ষোভ, আগুন যদি না জ্বলে
তবে নিজেকে পুড়িয়ে যোগাবো আলো।
জীবনকে ঢেলে সাজাবার ডাক দিয়ে যাই-
‘পথ নাই আর পথ নাই
অন্ধকারে অগ্নীশিখা জ্বেলে দূর করতেই হবে কালো।’
দুই.
দুর্ভিক্ষের আঁচড় লেগেছে যাদের গায়, তারা কি তবে
নিঃসম্বল হয়েই মরবে সবে....?
ক্ষুধার্তের বোবা কান্না আর বঞ্চনার দীর্ঘশ্বাস শুনেও
ত্রিদীপ হাতে ক্রুদ্ধ দেবতা দেবালয়ে নিরব দাঁড়িয়ে রবে...!!
তিন.
জালিমের দল ছাউনী গেড়েছে আমাদের অঙ্গনে
প্রদীপের মতো উপকারী আলো বিলাবার দিন আর নয়...
বারুদোত্তাপে জ্বলে উঠবার এসেছে কঠিন সময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন